গতকাল বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার শালবন এলাকায় পাহাড় কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়।

এ সময় পাহাড় কর্তনের সাথে মো.জাহাঙ্গীর ও তাসলিমা আক্তারের সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়া যায়। এসময় উভয়কে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ১৫ধারায় দুইজনকে ৫০ হাজার টাকা করে মোট ১লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। সকালের দিকে কৈবল্যপীঠ এলাকায়ও অভিযান চালিয়ে জরিমানা করা হয়

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় বলেন, পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ জানার পরও অবৈধ ভাবে পাহাড় কাটার অভিযোগে দুই ব্যক্তিকে অর্ধ লাখ টাকা করে ১লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। ভবিষ্যৎতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহম্মদ উপস্থিত ছিলেন।