খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ "এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই"এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে গোলাবাড়ী ইউনিয়ন ও ইনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক এর অংশ হিসেবে ক্রীড়া,সংস্কৃতি,বিষয়ভিক্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠব হয়েছে।
রবিবার(০৯ফেব্রুয়ারি) সকালে ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত ও জাতীয় উত্তোলনের মধ্যদিয়ে ইউনিয়ন পর্যায়ের ২৭টি বিভিন্ন প্রতিযোগিতার শুরু হয়। এতে ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান অনক ত্রিপুরা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কনিকা খীসা।
খেলাধুলা বুদ্ধির বিকাশে লেখাপড়ার পাশাপাশি ভূমিকা রাখে। খেলাধুলা শিশুর শারীরিক, মানসিক, সামাজিক বিকাশসহ বিভিন্ন উপায়ে শিখতে এবং বেড়ে উঠতে সাহায্য করে। খেলাধুলা শিশুর সৃজনশীলতা ও কল্পনা বিকাশেও সহায়তা করে। সুস্থ জাতি গঠনে শারীরিক শিক্ষা আর খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। এরই অংশ হিসেবে ইউনিয়ন পর্যায় ভিক্তিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এ খেলাধুলার আয়োজন করা হয়।
এ সময় ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকসহ ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |