| বঙ্গাব্দ
ad728
ad728

মহালছড়িতে শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম : 04-02-2025 ইং
  • 22435 বার পঠিত

মহালছড়ি প্রতিনিধিঃ শৈত প্রবাহ শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। হার কাঁপানো শীতে যেন জনজীবন অচল হয়ে পড়েছে। বিশেষ করে পার্বত্য জনপদের অতি দরিদ্র মানুষ শীতে অসহনীয় কষ্ট পাচ্ছে। এমন পরিস্থিতে ২ ফেব্রুয়ারি থেকে বাড়ি-বাড়ি ঘুরে কম্বল উপহার দিয়েছেন সামাজিক প্লাটফর্ম মহালছড়ি সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে কিছু তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী । যাদের মধ্যে অন্যতম  মহালছড়ি স্বপ্নবিলাস এগ্রো ফার্ম এর স্বত্বাধিকারী মো: খালেদ মাসুদ সাগর, মোঃ রনি, মোঃ সাকিব, উম্মে তাসলিমা, সুনিতা ত্রিপুরা, আরিফুল ইসলাম , মোঃ মোরশেদ আলম প্রমুখ। 



মহালছড়ি সদর ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামের সবিতা দাশ বলেন, গত কিছুদিন পূর্বে স্বামী মারা যায়, তারপর স্বামীর ব্যবহৃত সব কম্বল ফেলে দেওয়ায় ১ টা পাতলা কম্বল ও কাঁথা জড়িয়ে শুয়ে থাকি। শীতে ভিষণ কষ্ট হয়। কম্বল পেয়ে উপকার হল,দিনের বেলায়ও গায়ে জড়িয়ে রাখা যাবে। 


চৌংড়াছড়ি মগপাড়া এলাকার দৃষ্টিপ্রতিবন্ধী সুইমানু মারমা  বলেন, কাজের মধ্যে থাকলে শীত কম লাগে অন্ধ হওয়ায় কোন কাজ করতে পারিনা, প্রায় সারাদিন বসেই কাটে,শীতও বেশি লাগে, পুরাতন ছেঁড়া কম্বল নিয়ে কষ্টে শীত পার করছি, আমার জন্য একটি কম্বল অনেক বড় উপহার। 



তরুণ উদ্যোক্তা খালেদ মাসুদ সাগর  বলেন, মহালছড়ি উপজেলা প্রশাসন এবং স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ এর সহযোগিতায়  মহালছড়ি সদর ইউনিয়নের মাষ্টার পাড়া, মহাম্মদপুর ,চৌংড়াছড়ি মগপাড়া মিলিয়ে আজও ৭০ টি পরিবারে কম্বল উপহার দেওয়া হয়েছে পর্যায়ক্রমে বাকি এলাকায় দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে,  শীতের কম্বল পেয়ে সবাই খুব খুশি হয়েছেন এবং আমাদের শীত বস্ত্র বিতরণ কর্মসূচী ধারাবাহিক থাকবে। যাদের সামর্থ্য রয়েছে শীতে কষ্ট পাওয়া মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দিতে আহ্বান করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়