| বঙ্গাব্দ
ad728
ad728

অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি বিএনপির

  • আপডেট টাইম : 05-02-2025 ইং
  • 22182 বার পঠিত


রাজস্থলী প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত, দলীয় কার্যক্রম গতিশীল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার লক্ষে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 



বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় বাঙ্গালহালিয়া ইউনিয়নের ১নং  ওয়ার্ডের (ইসলামপুর) বিএনপির দলীয় কার্যালয়ে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।  



১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার খাঁ'র সঞ্চালনায় এবং সভাপতি ঈমান আলি সানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া। কর্মীসভা উদ্বোধন করেন ৩নং বাঙ্গাহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা।



কর্মীসভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। কোনোধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সকল অনৈতিক কাজ থেকে বিরত থাকতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোন কাজে দলের কোনো নেতাকর্মী যদি জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বোপরি আগামী সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করার জন্য কাজ করে যেতে হবে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিলম্ব না করে দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জোর দাবি জানান।


এতে বিশেষ অথিতি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক এমদাদুল হক মিলন, উপজেলা যুবদলের আহ্বায়ক  শামীম আহমেদ রুবেল, উপজেলা মহিলা দলের সভাপতি প্রেমা তালুকদার, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম মোল্লাসহ ইউনিয়নের বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়