খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
"শিক্ষা,শান্তি ও সম্প্রীতি "এই তিনটি মূলনীতিকে সামনে রেখে সম্পূর্ণ অরাজনৈতিক,সামাজিক ও মানব সেবামূলক সংগঠন খাগড়াছড়িতে সমাজ কল্যাণ এসোসিয়েশন,বাংলাদেশ'র দ্বিতীয় বার্ষিক কেন্দ্রীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(০৭ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা শহরস্থ মহাজন পাড়া রংধনু সমবায় সমিতি ভবনে এ বার্ষিক কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সমাজ কল্যাণ এসোসিয়েশন জেলা শাখা'র সভাপতি মিন্টু খীসা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি'র সভাপতি রণজ্যোতি চাকমা।
এ সভায় অতিথিরা সংগঠনের লক্ষ্য,উদ্দেশ্য ও গঠন প্রণালীর বিষয়ের আলোকপাত করেন। সেই সাথে সংগঠনের বিগত দিনগুলোতে বিভিন্ন ধরনের মানবসেবামূলক কার্যক্রমসহ অস্বচ্ছল, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষায় ও চিকিৎসা ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতার কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও সমাজের কল্যাণ ও মানবসেবামূলকসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
এ সভায় কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ত্রিনা চাকমা,ডব্লিউআরএন এর সভানেত্রী নমিতা চাকমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |