রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড় বাজারে একরাতে চার দোকানের তালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ফেব্রুয়ারি) রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রামগড় বাজার পুলিশ বক্স সংলগ্ন মেইন রোর্ডের পাশে মাহিমা-মানামী মার্কেটের কুইন টেলিকম ইউনিট ৩ এর সাটারের তালা কেটে মোবাইল, নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। তবে পাশে কুইন টেলিকম ইউনিট ২ এর সাটারের বাহিরের তালা কাটালেও ভিতরে তালা থাকায় ডুকতে পারেনি। একি সময়ে ভিতরের বাজারের নবী স্টোর সহ আরো একটি দোকানে চুরির চেষ্টা করে চোর দল।
দোকান মালিক মো: হোসেন লিটন জানান, শুক্রবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। সকালে দোকানে এসে দেখতে পান সাটারের তালা কাটা। এ সময় ভেতরে গিয়ে দেখেন দোকানের স্যামসাং, অপ্পো, শাওমি, ভিবো, নকিয়া, হুয়াওয়াই সহ কয়েকটি ব্যান্ডের নতুন ও পুরাতন মোবাইল , ক্যাশ ভেঙে নগদ টাকা মোবাইল, সিমসহ অন্যান্য মালামাল চুরি গেছে।
এ ঘটনায় আনুমানিক প্রায় চার লাখ টাকার মালামাল চুরি হয়েছে দাবি করে তিনি জানান, এর আগে বিগত ২০২২ সালের ৬ জুন রাতেও তার দোকানে চুরি হয়েছিলো তখন থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি।
রামগড় বাজার পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন জানান, বাজার মুল ফটকে পুলিশ বক্স সংলগ্ন চুরি কোনভাবে পুলিশ প্রশাসন দায় এড়াতে পারেনা। থানা কর্মকর্তার সাথে কথা বলেছি। এ ব্যাপারে কঠিক প্রদক্ষেপ নেয়া হবে।
রামগড় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরি যাওয়া দোকানের আলামত পরিদর্শন করে অভিযোগ দিতে বলেছি। চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চোরদের গ্রেফতারে পুলিশ তৎপরতা রয়েছে।
রামগড় উপজেলা
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |