রাজস্থলী প্রতিনিধিঃ
রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের দূর্গম শীলছড়িতে আগুনে নিঃস্ব তিনটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের দুর্গম কুইক্ক্যাছড়ি পাড়া শীলছড়িতে মারাত্মক অগ্নি দুর্ঘটনায় পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া তিনটি পরিবারকে এই আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
আগুনে নিঃস্ব হওয়া তিনটি পরিবারের মাঝে একজন ছাত্রদল কর্মীর পরিবারসহ নিঃস্ব হওয়া আরো দুইটি পরিবারকে সমবেদনা জানান ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি। এছাড়াও তিনি ব্যক্তিগত পক্ষ থেকে পরিবারগুলোকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন। এছাড়াও ভবিষ্যতে পরিবারগুলো আরো সহযোগিতা করা হবে বলে জানান রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।
এসময় আরো উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুবেল, ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রাজু আহমেদ, মোঃ মামুন, ঘিলাছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেনসহ উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।
আর্থিক সহযোগিতা পেয়ে আগুনে নিঃস্ব হওয়া পরিবারগুলো রাজস্থলী উপজেলা ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |