হাবীবুল্লাহ মিসবাহ-রাজস্থলী প্রতিনিধিঃ রাঙামাটির রাজস্থলীতে নুরুল উলুম নূরানী মাদরাসার গরীব এবং অসহায় শিক্ষার্থীদের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারী ) সকাল ১১ টায় রাজস্থলী বাজার জামে মসজিদ প্রাঙ্গনে রাজবিলা কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজনে এই কম্বল বিতরণ অনুষ্ঠিত সম্পন্ন হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজস্থলী জামে মসজিদের খতিব মাওলানা নূরুল হক।
এ সময় তিনি বলেন, ‘শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এই উদ্যোগের জন্য সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানাই। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে নুরুল উলুম নূরানী মাদ্রাসার সদস্য নাজের আহম্মদ, আবদু শাক্কুর, ইউনুচ সওদাগর, মাদ্রাসার শিক্ষক রবিউল হোসেনসহ নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
কোয়ান্টাম সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও তাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন তারা।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |