তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে "এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থা'র সহযোগিতায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর অংশ হিসেবে খাগড়াছড়িতে ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট (বালক-বালিকা) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ক্রীড়া অফিসার মো. হারুন অর রশিদ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
এ ফাইনাল খেলায় ভলিবলে ইটছড়ি হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এপিবিএন হাই স্কুল।
পুরস্কার বিতরণকালে জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মো. শাহজাহান,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক কুমার শীল,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজ-উল শাকিক,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুর্জয় গোস্বামী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিবসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |