| বঙ্গাব্দ
ad728
ad728

খাগড়াছড়িতে ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম : 05-02-2025 ইং
  • 22279 বার পঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে উপজেলা স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি'র বর্ণিল আয়োজনে ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।



বুধবার(০৫ফেব্রুয়ারি) বিকাল ৪টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় 


পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।



এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,পড়াশোনার পাশাপাশি আমাদের খাগড়াছড়ি খেলাধুলা ক্ষেত্রেও অনেক এগিয়ে। আমরা দেখেছি আমাদের জেলার মেয়েরা আমাদের দেশের জন্য সুনাম বয়ে এনেছে। জাতীয় দলের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও অনেক সুনাম বয়ে এনেছে। পড়াশোনার পাশাপাশি আমরা যদি খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে পারি,আমরা যদি স্পন্সর করতে পারি। তাহলে আমাদের এখানকার ছেলে-মেয়েরা খেলাধুলায় অনেক দূর এগিয়ে যাবে বলে প্রত্যাশা করি।



আলোচনা সভার পরপরেই বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সনদপত্র প্রদান করা হয়। যেমন গোলক নিক্ষেপ,দৌঁড়,দীর্ঘ লাফ,বর্শা নিক্ষেপ,লাফ ধাপ ঝাপ,দীর্ঘ লাফ,উচ্চ লাফ,সাইক্লিং,দড়ি লাফ বালক বালিকা, একক ও দলীয়ভাবে চ্যাম্পিয়নদের মাঝে ট্রফি,মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়।



এ  সময় মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল মিত্র চাকমা,পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীস্বার খীসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়