পানছড়ি প্রতিনিধি : ৫ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার।
বাংলাদেশ বর্ডার গার্ড চট্টগ্রাম রিজিয়নের আয়োজনে আন্তঃ কাবাডি প্রতিযোগিতায় ৩ বিজিবি চ্যাম্পিয়ন, ৮ বিজিবি রানার্সআপ হয়েছে।
গত ২রা ফেব্রুয়ারী হতে ১৩ টি দলের অংশ গ্রহনে কাবাডি খেলা শুরু হয়। তারই ধারাবাহিকতায়
৫ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি-র ব্যবস্থাপনায় ফাইনাল খেলার মধ্য দিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড চট্টগ্রাম রিজিয়নের আন্তঃ কাবাডি প্রতিযোগিতায় সম্পন্ন হল।
ফাইনাল খেলায় লোগাং জোন ৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মফিজুর রহমান ভূইয়া পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
লোগাং জোন হেডকোয়ার্টার মাঠে বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় চট্টগ্রাম ব্যাটালিয়ন ৮ বিজিবি কে পরাজিত করে পানছড়ি ব্যাটালিয়ান ৩ বিজিবি চ্যাম্পিয়ন হয়।
কাবাডি ফেডারেশনের(ঢাকা) রেফারী মোঃ আবুল কালাম ও সাগর চৌধুরী খেলা পরিচালনা করেন।
৩ বিজিবি'র কাবাডি দলের অধিনায়ক নায়েক পাইক মোহাম্মদ চান্টু মিয়া ও তার দল ও ৮ বিজিবি'র কাবাডি দলের অধিনায়ক ল্যান্স নায়েক আবু তাহের প্রধান অতিথির কাছ থেকে ট্রফি গ্রহন করেন।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |