তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে "এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে রাজস্থলী বালিকা (অনূর্ধ্ব-১৭) দল রানারআপ হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ২.৩০টায় রাঙামাটি সার্কিট হাউজ মাঠে আয়োজিত ফাইনাল খেলায় কাউখালি (অনুর্ধ্ব-১৭) বালিকা দলের কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে রাজস্থলী (অনুর্ধ্ব ১৭) বালিকা দল রানারআপ হয়।
এর আগে রাজস্থলী (অনুর্ধ্ব-১৭) বালিকা দলের সকল খেলোয়াড়দের রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনির পক্ষ থেকে খেলার বুটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি উপহার দেওয়া হয়। এসব উপহার সামগ্রী পেয়ে খেলোয়াড়রা অত্যন্ত খুশি হয় এবং নাইমুল ইসলাম রনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |