নিজস্ব প্রতিবেদকঃ
পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা এবং ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহতদের জেলা প্রশাসনের পক্ষ হতে আর্থিক অনুদান প্রদান করেন রাঙামাটির নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-সচিব মো. মহিদুল হক পাটোয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাবিব উল্লাহ বলেন, লংগদু উপজেলাবাসীর বহুদিনের প্রতীক্ষিত নানিয়ারচর সড়ক বাস্তবায়ন করার লক্ষে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবো, কৃষি প্রধান জেলা হিসেবে হ্রদের পানি কমানোর বিষয়টিও খুব দ্রুত দেখা হবে বলে আশ্বস্ত করেন। এছাড়াও গনঅভ্যুত্থানে আহতদের নগদ অর্থ প্রদান করেন।
এসময় তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আমাদের লক্ষ্য জনগণের সেবা দেয়া। হয়রানি বন্ধ করে বৈষম্য দূর করতে হবে। প্রশাসনের কাজ হবে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, জামায়াতের আমীর মাওলানা নাছির উদ্দীন, প্রেসক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান, ইউপি চেয়ারম্যান আবদুল বারেক দেওয়ান ও বিক্রম চাকমা বলি, বীর মুক্তিযোদ্ধা মীর শাহনেওয়াজ চৌধুরী, ইউপি সদস্য দেলোয়ার হোসেন এবং গণ-অভ্যুত্থানে আহত চোখ হারানো আমান উল্লাহ ও আহত কামরুল ইসলাম সহ অনেকে।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |