| বঙ্গাব্দ
ad728
ad728

রাজস্থলীতে ঘিলাছড়ি ইউনিয়ন কৃষক দলের সমাবেশ অনুষ্টিত

  • আপডেট টাইম : 06-02-2025 ইং
  • 22127 বার পঠিত


নিজস্ব সংবাদদাতা, রাজস্থলীঃ 


"ফলাবো ফসল গড়বো দেশ 

গণতন্ত্রের বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবং 

সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।


উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমনের সঞ্চালনায় এবং উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি বিশু সাহার  সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি  মাষ্টার খলিলুর রহমান শেখ। 


কৃষক সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা তার দলবল নিয়ে কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। দেশের সম্পদ লুটপাট করে দেশ থেকে পালিয়েছে। সেই স্বৈরাচারী সরকারে দোসরেরা দেশে বিশৃংখলা সৃষ্টি করতে বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এজেন্টদের চিহৃিত করে প্রতিহত করতে কৃষকদের প্রতি আহ্বান জানান তারা। 


এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহম্মদ রুবেল, সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, মহিলা দলের সভানেত্রী প্রেমা তালুকদার, লাকী মারমা। এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্যজীবী সভাপতি মেদুশে মারমা,  শ্রমিকদলের সভাপতি আবদুল হামিদসহ নেতৃবৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়