| বঙ্গাব্দ
ad728
ad728

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নানিয়ারচরের পারমী চাকমা

  • আপডেট টাইম : 06-02-2025 ইং
  • 22274 বার পঠিত


মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচরঃ



পারমী চাকমা রাঙামাটির নানিয়ারচর উপজেলার এগারইল্লাছড়া গ্রামের দশম শ্রেণির মেধাবী ছাত্রী  বিজ্ঞান বিভাগে যার রোল ০১।লেখাপড়া জগতে সফলতা আসলেও জীবন যুদ্ধে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এই মেধাবী ছাত্রী।সে নানিয়ারচর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষারত রয়েছে।।


গত পহেলা ফেব্রুয়ারি, শনিবার দুপুরে পারমী চাকমা এক আত্মীয়ের বিয়েবাড়িতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়। মাহিন্দ্রা দুর্ঘটনায় অন্যান্য যাত্রীরা সামান্য আহত হলেও মারাত্মকভাবে আহত হয় পারমী। পথচারীরা দ্রুত উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে  বেসরকারি চট্রগ্রাম মেডিকেল সেন্টারে উন্নত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।


 পারমীর মা জয়ন্তী চাকমা বলেন, "আমি দুই সন্তান নিয়ে একা সংসার চালাই। ছোট ছেলে মাত্র ১২ বছর বয়স সপ্তম শ্রেনীতে পড়ে। আমি পাহাড়ে  জুম চাষ করে যেভাবে পারি খেয়ে-না খেয়ে দিন কাটাই তাদের পড়াশোনা খরচ চালাই। মেয়ের চিকিৎসার জন্য এত টাকা আমি কোথায় পাব? আমার মেয়েকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন—এটাই আমার আকুল আবেদন।"


পারমীর স্কুল নানিয়ারচর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি চাকমা বলেন, "পারমী আমাদের বিদ্যালয়ের মেধাবী ছাত্রী। তার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। আমরা চেষ্টা করছি বিভিন্ন পেশার মানুষের কাছে সাহায্যের আবেদন জানাতে। সবাই মিলে একটু সাহায্য করলে পারমী আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।"চিকিৎসকদের মতে,পারমীর একটি হাত ভেঙে গেছে,মুখের ডান পাশের চোয়ালের হাড় ভেঙে গেছে,শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত রয়েছে।চিকিৎসার জন্য আনুমানিক ৩.৫ লাখ টাকা প্রয়োজন, যা দরিদ্র পরিবারটির পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। তার বাবা ও বড় ভাই নেই বিধায় আমরা দেখাশোনায় রয়েছি।


যোগাযোগে:-

পারমীর মাসি-নিকু চাকমা

01889-765602


নানিয়ারচর নিম্ন মাধ্যমিক

বিদ্যালয়ের প্রধান শিক্ষক 

তপন কান্তি চাকমা 

01553241686।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়