| বঙ্গাব্দ
ad728
ad728

দীঘিনালা বন বিহারে রিজিয়ন কমান্ডার শরীফ মোঃ আমান হাসানের শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম : 14-02-2025 ইং
  • 19492 বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ খাগড়াছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার দীঘিনালা বন বিহারের ভান্তেদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে। 



আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দীঘিনালা বন বিহারে আবাসিক ভিক্ষু প্রয়াত পরম শ্রদ্ধেয় শ্রীমৎ জীবনসার মহাস্থবির ভান্তের অন্ত্যষ্টিক্রিয়া উপলক্ষে বুদ্ধপূজা, সীবলী পূজা, বুদ্ধমূর্তি দান, মহাসংঘদান, অষ্ট পরিস্কার দান, পিন্ডু দান ও নানাবিধ দানসহ স্বরণসভা ও মাঙ্গলিক পূণ্যানুষ্ঠানে 


দুপুর ৩ টার দিকে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান দীঘিনালা বন বিহারে ভান্তে'দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 



এসময় সফর সঙ্গী হিসেবে ছিলেন খাগড়াছড়ি রিজিওন কমান্ডার সহধর্মিণী। এসময় আরো উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক(পিএসসি), বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা ও দীঘিনালা বন বিহার কার্য নির্বাহী পরিচালনা কমিটির প্রতিনিধি'রা উপস্থিত ছিলেন। 



এদিকে খাগড়াছড়ি রিজিওন কমান্ডার জেনারেল শরীফ মোঃ আমান হাসান শুভেচ্ছা বিনিময় শেষে জানান, শান্তি সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন সবসময় এ অঞ্চলের মানুষের জন্য কাজ করে থাকেন। তিনি এই সময় সকলের উদ্দেশে বলেন, "আমরা এই দেশের সকলের সেনাবাহিনী। আমরা সব সময় আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই।" আপনাদের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং  ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়