মেহেরাজ হোসেন সুজন-নানিয়ারচরঃ রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় তারুণ্য উৎসব উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবে উপজেলার তরুণ-তরুণীরা প্রাণবন্ত অংশগ্রহণ করে, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।
০৩ ফেব্রুয়ারি (সোমবার) সকালে নানিয়ারচর থানা সংলগ্ন এলাকার একটি মাঠে এই তারুণ্য উৎসবের অংশ হিসেবে উচ্চ লাফ, দীর্ঘ লাফ, গোলক নিক্ষেপসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগীদের পারফরম্যান্স উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিমুল এহসান খান। নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম এবং যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক প্রমুখ।
এসময় তরুন দের উদ্দ্যেশ্যে ইউএনও বক্তব্য দিয়ে বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সুস্থ সমাজ গঠনের গুরুত্ব অপরসীম
এবং খেলায় বিজয়ীদের মাঝে আগামীকাল পুরস্কার বিতরণ করা হবে বলে জানায় উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও)
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |