খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় শহীদ মীর কাশেমের গায়েবানা জানাজা ও গণহত্যা কারী দল আওয়ামী লীগের বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার(১৪ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় শহীদ কাশেমের গায়েবানা জানাযা মোঃ জালাল আহমেদ এর ইমামতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের আয়োজনে অনুষ্ঠিত হয়। পরে খাগড়াছড়ি পৌর ঈদগাহ মাঠ থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রধান সড়ক ঘুরে মহাজন পাড়া হয়ে মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়৷ পরে এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি অপূর্ব ত্রিপুরা, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি জাহিদ হাসান।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি উজ্জ্বল মারমা,আদনান আমিন বাবু,সায়েম বিন জসীম।
ফজর | ৫.৩০ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৪ টা বিকাল |
মাগরিব | ৬ টা সন্ধ্যা |
এশা | ৭.৩০ মিনিট রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |